ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ কনেযাত্রী নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৩:০৯ পিএম ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ কনেযাত্রী নিহত

ভারতের পশ্চিমবঙ্গে কনে যাত্রীবাহী গাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২০ জন। 

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। বউভাত অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, তিনটি ছোট গাড়ি করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষ। রাস্তা ফাঁকা থাকায় উল্টো পথ দিয়ে গাড়িগুলো যাচ্ছিল। সে সময় উল্টো দিক থেকে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কনেযাত্রীদের গাড়ির।

পুলিশ আরো জানায়, ঘটনাস্থলেই তিন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালের যাওয়ার পথে আরো ২ জন মারা যান। 

এদিকে স্থানীয়রা জানায়, পাথরবোঝাই ট্রাকটি অন্য একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ওই তিন গাড়ির সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে ফেলে।