সেরাম ইনস্টিটিটে আগুন

৫ জনের মরদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৭:১৬ পিএম ৫ জনের মরদেহ উদ্ধার

ভারতের সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুনের মেয়র মুরলিধর মহলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে অগ্নিকাণ্ডে সেরাম ইনস্টিটিটের মূল গবেষণাগার সুরক্ষিত আছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া করোনার টিকাও নিরাপদে আছে। 

মুরলিধর মহল বলেন, “যে পাঁচজন মারা গেছেন, তারা সম্ভবত নির্মাণাধীন ভবনটির কর্মী।”

মেয়র আরো বলেন, “অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায় যায়নি। তবে ধারণা করা হচ্ছে ভবনটিতে ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগতে পারে।” 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা দুঃখ প্রকাশ করে টুইট করেন, “এ ঘটনায় দুঃসংবাদ পেয়েছি। ঘটনার বিশ্লেষণে জানতে পেরেছি এখানে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা শোকাহত এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।”

পুনের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশে সরবরাহ করা হচ্ছে এই করোনার টিকা। সেখানে আগুন লাগায় অবশ্য ভ্যাক্সিন উৎপাদনে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

আরও সংবাদ