আফগানিস্তানে করোনা মোকাবেলা

টিকা কর্মসূচিতে তালেবানের সমর্থন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০১:৪৮ এএম টিকা কর্মসূচিতে তালেবানের সমর্থন

করোনা মোকাবেলায় আফগানিস্তান সরকারের টিকাদান কর্মসূচিকে সমর্থন জানিয়েছে দেশটির তালেবান গোষ্ঠী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচির আওতায় ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে দেশটি।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দেশজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে টিকা প্রদান কর্মসূচিকে সমর্থন ও এটি এগিয়ে নিতে তালেবান যোদ্ধারা সহায়তা করবেন।

এদিকে আফগান কর্মকর্তারাও বিশ্বাস করেন, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের হামলার শিকার করবেন না তালেবানেরা।

করোনার টিকাদান কর্মসূচিতে ডব্লিউএইচওর অর্থায়নের বিষয়টির ঘোষণা দিয়ে একজন আফগান কর্মকর্তা বলেন, ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ আফগানিস্তানের ২০ শতাংশ মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

আফগানিস্তানে শান্তি ফেরাতে গত সেপ্টেম্বর থেকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার ও তালেবান। তবে দেশটিতে বিরামহীনভাবে সহিংসতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই করোনা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।