কারামুক্ত আল জাজিরার সাংবাদিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০১:২৬ পিএম কারামুক্ত আল জাজিরার সাংবাদিক

আল জাজিরার সাংবাদিক মাহুমদ হুসেইনকে চার বছর পর কারামুক্তি দিয়েছে মিশর সরকার। রোববার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল- জাজিরা এই তথ্য জানায়।

সাংবাদিক মাহুমদের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) কোনো আনুষ্ঠানিক অভিযোগ ও বিচার ছাড়াই এই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর মাহমুদকে আটক করা হয়। সেই সময় তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ ও বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থগ্রহণ করার অভিযোগ তোলে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেনি দেশটির সরকার।

মাহমুদের কারামুক্তির পর তাকে স্বাগত জানিয়েছেন আলজাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ। এক বিবৃতিতে তিনি জানান, হোসাইনের মুক্তি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহজনক মাইলফলক।

সাংবাদিক মাহমুদ প্রথম দিকে আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। পরে ২০১০ সাল থেকে তিনি সংবাদ মাধ্যমটিতে নিয়মিত কাজ শুরু করেন।