চীনে সোনার খনির আগুনে ছয়জনের প্রাণহানি

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:৫৪ পিএম চীনে সোনার খনির আগুনে ছয়জনের প্রাণহানি

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি সোনার খনিতে আগুনের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই আগুনের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিতে সাম্প্রতিক কিছু খনি দুর্ঘটনার প্রেক্ষাপটে অনিরাপদ খনিগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে স্থানীয় সরকারের পক্ষ থেকে নতুন প্রচারণা শুরুর ঘোষণা আসছে।

মাত্র এক মাসের কিছু আগে এ শহরেই আরেকটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটে। জানুয়ারির ওই দুর্ঘটনায় হিউশান খনিতে আটকা পড়েছিলেন ১১ শ্রমিক। দুই সপ্তাহ ভূগর্ভে আটকে থাকার পর নাটকীয়ভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন অন্তত ১০ জন।