প্রথম ট্রায়ালে ৯০ ভাগ কার্যকর ইরানের টিকা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৮:৪৯ পিএম প্রথম ট্রায়ালে ৯০ ভাগ কার্যকর ইরানের টিকা

নিজস্ব কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। প্রথম ধাপেই দেশটির তৈরি টিকা মানবদেহে করোনা প্রতিরোধে শতকরা ৯০ ভাগ পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। 

কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ট্রায়াল শুরু করবে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এসব তথ্য উঠে আসে।

প্রাথমিকভাবে গত ডিসেম্বরে ৫৬ জন সেচ্ছাসেবীর দেহে ইরানের উদ্ভাবিত টিকা কোভইরান বারেকাত প্রয়োগ করা হয়। তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা আশাতীতভাবে বেড়েছে বলে জানান ইরানের টিকা উদ্ভাবনকারী দলের প্রধান গবেষক মোহাম্মদ রেজা সালেহি।

ইরানের সরকারি গণমাধ্যম ইসালামিক রিপাবলিক নিউজ এজেন্সির খবরে বলা হয়, কোভইরান বারেকাতের এই টিকা দুই ডোজ করে দেয়া হচ্ছে। এবং এর কার্যকারিতা নিয়েও সবাই আশাবাদী।

২০ মার্চ এই টিকার সেকেন্ড ট্রায়াল শুরু হবে। পরীক্ষা চলবে মে মাস পর্যন্ত।

আরও সংবাদ