কোভিড ট্রাভেল পাস চালু করবে আইএটিএ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১০:০০ এএম কোভিড ট্রাভেল পাস চালু করবে আইএটিএ

আগামী মার্চ মাসে কোভিড-১৯ ট্রাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুবাইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজ এ তথ্য জানায়। 

আইএটিএর বিবৃতি দিয়ে গালফ নিউজ জানায়, কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করা হচ্ছে। যাত্রীদের বিদেশ ভ্রমণ সহজ করতে এটি চালুর উদ্যােগ নেওয়া হবে। এটি ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে।

প্রতিটি দেশের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি বলে মনে করছে আইএটিএ।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে সারা বিশ্বের এয়ারলাইনস শিল্পে আর্থিক ক্ষতি হয়েছে ৩৭ হাজার কোটি ডলার। 

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে এটি কার্যকর হবে। এর মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণে বাধা থাকবে না।বিপর্যয়ের মুখে পড়া সারা বিশ্বের এয়ারলাইনস শিল্পও সম্ভাবনার মুখ দেখবে বলে জানায় আইএটি।