হজযাত্রীদের টিকা নেওয়া বাধ্যতামূলক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৯:০০ এএম হজযাত্রীদের  টিকা নেওয়া বাধ্যতামূলক

২০২১ সালের হজযাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক বিবৃতিতে এ নির্দেশ দেন। মঙ্গলবার (২ মার্চ) আরব নিউজ এ খবর জানায়।

খবরে জানায়, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। যারা করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না বলে জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। হাজিদের প্রত্যেককে টিকা নেওয়া বাধ্যতামূলক।

হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করতে এমন  সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরে জানা যায়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, হজ যাত্রীদের টিকা নিশ্চিতে একটি করোনার টিকাদান কমিটিও গঠন করা হয়েছে। যারা পবিত্র স্থানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে।

এর আগে ওমরাহ পালনেও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।