ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধপরাধের তদন্ত শুরু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৯:৫৫ পিএম ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধপরাধের তদন্ত শুরু

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক আদালত, আইসিসি। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আদালত এই ইস্যুতে ইসরায়েরলের বিচার করার এখতিয়ার জানায়। এর প্রেক্ষিতে বুধবার ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের এলাকাগুলোতে কোন ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে কি না সেটি খতিয়ে দেখতে শুরু করেছে সংস্থাটি।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সেনাবাহিনীর অগ্রাসন আর পশ্চিম তীরে বসতি নির্মাণের বিষয়ে তদন্ত করতে আগ্রহী আইসিসি। যদিও আইসিসির এই পদক্ষেপের বিরধিতা করে নিজেদের অবস্থান জানিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এই তথ্য প্রকাশিত হয়।

আইসিসির প্রধান প্রসেকিউটর ফাতৌ বেনসৌদা এক বিবৃতিতে জানান, “২০১৪ সালের ১৩ জুন থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল সরকার কি কি মানবতাবিরোধী কাজ করেছে সেসব খতিয়ে দেখতেই এই তদন্ত শুরু হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে কোন ধরণের পক্ষপাত ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে আইসিসি।”

১৯৬৭ সালে আরব জোটের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে ফিলিস্তিনের দখল নেয় ইসরায়েল। এরপর থেকেই এ অঞ্চলে আধিপত্য বিস্তার করে আসছে দেশটির সেনাবাহিনী।