ক্রাইস্টচার্চ মসজিদে আবারও হামলার হুমকি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৯:২৮ পিএম ক্রাইস্টচার্চ মসজিদে আবারও হামলার হুমকি 

২০১৯ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিউজিল্যান্ডের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে হামলা চালায়। ক্রাইস্টচার্চের সেই ঘটনায় নিহত হয়েছিলেন ৫১ জন, আহত হন আরও প্রায় ৪০ জন মানুষ। হামলা থেকে অল্পের জন্যে রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দল। 

ঠিক দুই বছরের মাথায় আবারও বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্টচার্চে সফরে থাকা অবস্থায় হামলার হুমকি দেয়া হয়েছে। তবে হুমকিদাতাদের দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বিরুদ্ধে এখনও মামলা হয়নি। এছাড়াও হামলার ধরণ বা হুমকিদাতাদের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। 

গত সপ্তাহে অনলাইন মাধ্যমে ক্রাইস্টচার্চের সেই আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে হামলার হুমকি দেয় এই দুই ব্যক্তি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “বিদ্বেষ ছড়ানো কিংবা জনগণের জন্য ক্ষতিকর কোনো বার্তা ছড়ালে কাউকে ছাড় দেয়া হবেনা। নিউজিল্যান্ডবাসী এ ধরণের আচরণ বরদাস্ত  এমন করবেনা।” 

২০১৯ সালের হামলার পরই উগ্রবাদ ঠেকাতে নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ড সরকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা এক চুল ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে দেশটি।