অস্ট্রেলিয়ার করোনার টিকা আটকে দিল ইতালি

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১২:৪৪ পিএম অস্ট্রেলিয়ার করোনার টিকা আটকে দিল ইতালি

অস্ট্রেলিয়ায় রপ্তানি হওয়ার আগে ইতালিয়ান সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার একটি টিকার চালান আটকে দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার (৪ মার্চ) কমিশন থেকে জানানো হয়, অ্যাস্ট্রাজেনকা ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি ঠিকঠাক ভাবে না মানায় টিকার চালান আটকে দেয়া হয়েছে।

এই চালানে অক্সফোর্ডের আড়াই লাখ ভ্যাকসিন আটক করা হয়েছে। এতে করে ইতালিতে উৎপাদিত এই ভ্যাকসিন আপাতত অস্ট্রেলিয়া পাচ্ছে না।

ইতালির সরকার এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইতালিতে টিকার ঘাটতি রয়েছে। 

এছাড়া তারা আরো জানায়, অস্ট্রেলিয়ায় রপ্তানি করার জন্য আবেদন করা চালানটি ইতালি ও ইউরোপিয়ান ইউনিয়নে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে তার তুলনায় অনেক বড়। 

তবে এই বিষয়ে অস্ট্রেলিয়া জানায়, এই এক চালান হারানো তাদের জন্য  খুব একটা সমস্যার কারণ হবে না। 

এছাড়া ইতালির প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।