মুম্বাইয়ে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, ২ রোগীর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ১১:১২ এএম মুম্বাইয়ে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, ২ রোগীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ২ জন রোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আনন্দবাজার খবরে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) গভীর রাতে লাগা আগুন শুক্রবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের ২২টি ইঞ্জিন।

মুম্বাইয়ের ভান্ডুপে ড্রিমস মলে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০ জনেরও বেশি কোভিড রোগী। অন্য রোগীদের সেখান থেকে বের করে অন্য হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।”

দমকলের এক অফিসার জানিয়েছেন, ৬ ব্যক্তি এখনো আটকে রয়েছেন হাসপাতালের ভেতর। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেছেন, “আগুনের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দোতলায় প্রথম আগুন লাগে। তারপর তা ছড়িয়ে যায়।”

এদিকে মুম্বাইয়ে বৃহস্পতিবার নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৫ হাজারেরও বেশি।