আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০১:৩৩ পিএম আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

বিশ্বের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আলিবাবাকে ১৮ বিলিয়ন ইউয়ান বা ২৭৫ কোটি ডলার জরিমানা করেছেন চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ।

বিবিসি জানায়,  ২০২০ সালের অক্টোবরে চীনের নীতিনির্ধারণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকার কর্তৃক এই জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এটি সর্বোচ্চ রেকর্ড জরিমানা বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালের ডিসেম্বরে আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর)।

শনিবার (১০ এপ্রিল) এসএএমআর জানিয়েছে, আলিবাবা ২০১৫ সাল থেকে ‘একচেটিয়া বাজার’ করছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা। আলিবাবার কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করে চীনের একচেটিয়া বাজারবিরোধী আইন লঙ্ঘন করছে। এ কারণে আলিবাবাকে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ‘পুরোপুরি সংশোধন’ আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আলিবাবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই জরিমানার বিষয়টি গ্রহণ করছে। চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে।