যে কারণে টিকা প্রয়োগ বন্ধ করল কয়েকটি দেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৯:৪৭ এএম যে কারণে টিকা প্রয়োগ বন্ধ করল কয়েকটি দেশ

অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রয়োগ বন্ধ করেছে ডেনমার্ক। এর আগে গত মঙ্গলবার জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনায় সতর্কতার অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর দুজনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। এরই সতর্কতার অংশ হিসেবে টিকার প্রয়োগ বন্ধের পদক্ষেপ নিয়েছে দেশটি।

দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের পদক্ষেপে টিকা কর্মসূচির গতি কিছুটা কমে যাবে।

এর আগে গত মঙ্গলবার জমাট বাঁধার কারণে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার টিকার প্রয়োগ স্থগিত করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ আফ্রিকাও টিকা প্রয়োগ স্থগিত করেছে।