সর্বোচ্চ সংক্রমণের পর লকডাউনে দিল্লি

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০২:২৮ পিএম সর্বোচ্চ সংক্রমণের পর লকডাউনে দিল্লি

ভারতের সর্বোচ্চ করোনা সংক্রমণে পরদিন লকডাউনের ঘোষণা হয়েছে রাজধানী দিল্লিতে। বিবিসি জানায়, সোমবার (১৯ এপ্রিল) থেকে আগামী এক সপ্তাহের জন্য গোটা রাজ্যেই জারি হয়েছে জরুরি স্বাস্থ্যবিধি। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ সরবরাহ ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

এপ্রিলের শুরু থেকে কয়েক দফায় কারফিউ দিলেও সংক্রমণ মোকাবেলায় ব্যর্থ হয় রাজ্য সরকার। রোববার সর্বোচ্চ ২৪ হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে দিল্লিতে। তাই করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতেই লকডাউনে সমাধান খুঁজছে কর্তৃপক্ষ। সোমবার রাত দশটা থেকেই কার্যকর হচ্ছে নতুন বিধিনিষেধ।

রাজ্যের মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল জানান, “আমি সবসময়েই লকডাউনের বিরুদ্ধে ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা রোধে এটাই একমাত্র উপায়।”

এছাড়াও লকডাউনের সময় কাউকে শহর ছাড়তে হবে না বলেও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

১৫ এপ্রিল থেকে প্রতিদিন ভারতে দুই লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। শনাক্তের হার গত বছরের প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬২০ জনের।

আরও সংবাদ