মুসলিম নিষেধাজ্ঞার পুনর্বহাল চান ট্রাম্প

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:২৮ পিএম মুসলিম নিষেধাজ্ঞার পুনর্বহাল চান ট্রাম্প

‘ইসলামিক সন্ত্রাসবাদের’ হাত থেকে আমেরিকাকে নিরাপদ রাখতে কয়েকটি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় সোমবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “যদি বাইডেন আমাদের দেশকে ‘ইসলামিক সন্ত্রাসবাদের’ হাত থেকে রক্ষা করতে চান, তবে কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যারা আসতে চায়, তাদের আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করা এবং অভিবাসন ইস্যুতে আমার মতো সফলভাবে বিধিনিষেধও জারি রাখা উচিত।”

ট্রাম্প আরও বলেন, “দেশকে  চরম পন্থা ও সন্ত্রাসবাদ মুক্ত রাখতে আমাদের আরও স্মার্ট হতে হবে। বুদ্ধিবৃত্তিকভাবে ভাবতে হবে। ইউরোপ যেমন প্রচুর অভিবাসী জায়গা দিয়ে ভুল করেছে, আমরা যেন একই ভুল না করি।”

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন বাইডেন।