ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৪

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৯:৫৭ এএম ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৪

ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) দেশের উত্তর-পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

দেশটির জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। খবর বিবিসির

এ দুর্ঘটনাকে ‌‌‌‌‌‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। হতাহতদের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানিয়েছেন।

ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়।