১৫ দিনের লকডাউনে নেপাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২১, ১২:২৫ এএম ১৫ দিনের লকডাউনে নেপাল

করোনাভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে নেপাল।

বিবিসি জানায়, বৃহস্পতিবার থেকে দেশটিতে ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণও দ্রুত বেড়ে যাওয়া দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভারতীয় করোনার ধরন নেপালেও পাওয়া গেছে। তাই ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে।

এদিকে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ অন্য শহরগুলোর হাসপাতালে করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও।

দেশটির সংক্রমণ বিষয়ক অধিদপ্তর জানায়, করোনার ব্রিটিশ ধরন ও ভারতীয় ধরন দুটিরই উপস্থিতি পাওয়া গেছে নেপালে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই তরুন। যাদের বয়সসীমা ২০ থেকে ৪০ বছরের মধ্যেই।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ৮শ ৩১জন। এছাড়াও মৃত্যু হয়েছে ৩৫ জনের।