জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২১, ১২:০৯ পিএম জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

জাপানের উত্তর-পশ্চিম উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (১ মে) সকালে এ তথ্য জানা যায়।-বার্তা সংস্থা এএফপি

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়াগি শহরের ইশিনোমাকি উপকূলে প্রশান্ত মহাসাগরের ৪৭ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এছাড়া ওই অঞ্চলে কোনো সুনামির সতর্কতা জারি হয়নি।

২০১১ সালে ওই এলাকার কাছেই আরেক কেন্দ্র থেকে ভয়াবহ ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল। ওই ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।