গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু বেড়ে ৬৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৮:৩৯ এএম গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু বেড়ে ৬৫

হামাস-ইসরায়েল সংঘর্ষ রীতিমতো যুদ্ধে রূপ নিয়েছে। ইসরায়েলের বিমান হামলার জবাবে রকেট হামলা চালাচ্ছে হামাস। এরই মধ্যে এবার গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় গাজার একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে। পাল্টা জবাব হিসেবে ফের রকেট হামলা চালায় হামাসের প্রতিরোধ যোদ্ধারা। 

আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হামলা শুরুর পর এ পর্যন্ত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। আহতদের অনেকেরই অবস্থা গুরুতর।

হামাসের রকেট হামলায় শিশুসহ অন্তত ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানায় ফিলিস্তিন থেকে ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায় দেড় হাজার রকেট ছোড়া হয়েছে।