ক্ষমতা ফিরে পেলেন নেপালের প্রধানমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৫:৪২ পিএম ক্ষমতা ফিরে পেলেন নেপালের প্রধানমন্ত্রী

আস্থা ভোটের পরাজয়ে প্রধানমন্ত্রীত্ব হারানোর তিন দিন পর নিজ দায়িত্বে পুনর্বহাল হলেন কে পি শর্মা অলি। শুক্রবার তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে বিরোধী দলগুলি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নতুন সরকার গঠনে ব্যর্থ হলে সংবিধানের ৭৬ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী অলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সোমবার পার্লামেন্ট সভায় আস্থা ভোটে হেরে নেপালের অলি সরকারের পতন হয়। পরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন ৬৯ বছর বয়সী অলি।

রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী সরকার গঠনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময় বেধে দিলেও বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। আর তাই নিজ পদ ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রী।

তবে সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে আবারও আস্থা ভোটের ডাক দিতে হবে নেপালের প্রধানমন্ত্রীকে। ভোটে জয় পেলেই সংবিধানের ৭৬ এর ৫ ধারা অনুযায়ী সরকার গঠনের সুযোগ পাবেন তিনি।

আরও সংবাদ