ভারতের আরও ৩ লাখ আক্রান্ত, ৪ হাজার মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৩:২২ পিএম ভারতের আরও ৩ লাখ আক্রান্ত, ৪ হাজার মৃত্যু

গত ২৪ ঘন্টায় (১৬ মে পর্যন্ত) ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার করোনা রোগী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজারে। মোট করোনা সংক্রমণ হয়েছে ২ কোটি ৪৬ লক্ষ।

৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন ১ লাখের বেশি করোনা সংক্রমণ রেকর্ড হয়েছে। গত দশ দিনে প্রায় ৪০ লক্ষ আক্রান্ত হয়েছে। যদিও সংক্রমণ হার কিছুটা কমেছে শেষ কয়েকদিনে।

করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় মোদি বলেন, যেসব রাজ্যে সংক্রমণ হার বেশি সেখানে স্থানীয়ভাবে করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে অক্সিজেন এবং টিকা সরবরাহ নিশ্চিত করতে বিশেষ জোর দেন তিনি।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লি, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে লকডাউন জারি হয়েছে। শুধুমাত্র জরুরি সেবা প্রতিষ্ঠান বাদে অফিস-আদালত, স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জনসমাগম ও গণপরিবহণের চলাচলের ওপরেও আরোপ হয়েছে বিধিনিষেধ।

আরও সংবাদ