গাজায় ৭ দিনে ১৭০ ফিলিস্তিনির মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৫:৩২ পিএম গাজায় ৭ দিনে ১৭০ ফিলিস্তিনির মৃত্যু

প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যতদিন প্রয়োজন হামলা চলবে’ - এমন ঘোষণার পর ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজা উপত্যকায় রবিবার (১৬ মে) ভোরে ইসরায়ালের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়। হামলায় অন্তত দুটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ নিয়ে টানা সাত দিন ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত এক সপ্তাহে হামলায় অন্তত ৪১ জন ফিলিস্তিনি শিশুসহ প্রায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে এক হাজারেরও বেশি। 

ফিলিস্তিনে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই হামলা বন্ধে রোববার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরইমধ্যে সংকট সমাধানের লক্ষ্যে তেল আবিবে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি।

বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে।

আরও সংবাদ