ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তকতে’

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৬:২১ পিএম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তকতে’

আরব সাগরে সৃষ্ট মৌসুমি ঘূর্ণিঝড় ‘তকতে’ আঘাত হানতে যাচ্ছে ভারতের গুজরাটে। আবহাওয়া অধিদপ্তরের বরাতে আনন্দবাজার জানায়, সোমবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

বিবিসি জানায়, ঘূর্ণিঝড়ে প্রভাবে এরইমধ্যে ভারি বৃষ্টি ও ভূমিধ্বস শুরু হয়েছে গুজরাটে। উপকূলীয় এলাকায় গত দুই দিনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় লাখ মানুষকে।

অতিবৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে হয়েছে মুম্বাই বিমানবন্দর। পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টির গতিবেগ ঘণ্টায় ৭৫-৮৫ কিলোমিটার রয়েছে। সর্বোচ্চ ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে তকতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও সংবাদ