ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত ১১

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৮:৪৮ এএম ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত ১১

প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ের মালাড পশ্চিমে অবস্থিত একটি দোতলা আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে জানা যায়, বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের কান্দিভালি এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটি ধসে পাশের একটি স্থাপনার ওপর পড়ে যাওয়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বেলা সোয়া ১১টা নাগাদ তিনতলা আবাসনের একাংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ মিলে প্রাথমিকভাবে উদ্ধার করে ১৫ জনকে। এরপর দমকল এবং উদ্ধারকারী দল আসে। এখনো উদ্ধারকাজ চলছে। 

মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, “ভারী বৃষ্টিপাতের জেরেই ভেঙে পড়েছে ওই বহুতলটি। ওই এলাকার আরও ৩টি বহুতল ভবনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও চলছে।”

সকাল থেকেই ভারী বৃষ্টি হয় শহরটিতে। সারা দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তা ও রেললাইন পানিতে ডুবে গেছে। 

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৪ দিন মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।