দেশকে বাঁচাতে মোদিকে হটাতে হবে: মমতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৯:৩৪ পিএম দেশকে বাঁচাতে মোদিকে হটাতে হবে: মমতা

দেশকে বাঁচাতে হলে মোদিকে দেশ থেকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ  লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন বলেও উল্লেখ করেছেন।

বুধবার (৯ জুন) দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাজেশ টিকায়েত অন্য নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব বলেন।

এ সময় মমতা বলেন, ‘‘কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ভারতজুড়ে চলবে এ আন্দোলন। যত দিন না কৃষক আন্দোলনের দাবি পূরণ হচ্ছে, তত দিন পর্যন্ত আমরা এই আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়ে যাব। তাই দেশকে বাঁচাতে গেলে এবং মোদিকে হঠাতে গেলে আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘দেশকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। দেশের অবিজেপি সরকারকে এক মঞ্চে এনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে মোদির বিরুদ্ধে। এ লক্ষ্যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের আজ অবিজেপি রাজ্যগুলোকে এক হতে হবে। গড়তে হবে যৌথ মঞ্চ। এই যৌথ মঞ্চ হলে মোদি আর অন্যান্য অবিজেপিশাসিত রাজ্যকে হয়রানি করতে পারবেন না।’’

মমতা সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক করেছেন নিজের ভাতিজা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকও ঘোষণা দিয়েছেন, তাঁরও প্রধান লক্ষ্য হবে মোদিকে শাসনক্ষমতা থেকে বিদায় করা। আনতে হবে মোদিবিরোধী একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার, যে সরকার ভবিষ্যতে ভারতের চালিকা শক্তি হবে।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে মমতার দল। যে বিজেপি এবার ২০০ আসনে জেতার ঘোষণা দিয়েছিল, তারা এবারের ভোটে মুখ থুবড়ে পড়েছে। পেয়েছে ৭৭টি আসন।