কলম্বিয়ায় সবজির আড়ালে কোকেন পাচার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১১:১১ এএম কলম্বিয়ায় সবজির আড়ালে কোকেন পাচার
প্রতীকী ছবি

কলম্বিয়ায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৫টন মাদক দ্রব্য। যার বাজারমূল্য ১৮ কোটি ৫০ লাখ ডলার।

বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানায় দেশটির নৌবাহিনী।

দেশটির নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের সাথে অভিযানে যৌথভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও পানামা।

কলম্বিয়ার জলসীমায় সন্দেহজনক স্পিডবোট লক্ষ্য করে পানামা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের ধাওয়া করে কলম্বিয়ার কোস্টগার্ড। সহায়তায় এগিয়ে আসে পানামা ও যুক্তরাষ্ট্রের নৌসেনারা।

সবজির আড়ালে কোকেন পাচারের চেষ্টা করছিলো অটোনিয়েল নামের চক্রের সদস্যরা। কলম্বিয়ায় মাদক পাচারকারী দলগুলোর মধ্যে অন্যতম চক্রটি।

জাগরণ/এমএ