স্বপ্নে মৃত স্বামী এসে সঙ্গমে বাধা দিচ্ছেন!

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০১:০৭ এএম স্বপ্নে মৃত স্বামী এসে সঙ্গমে বাধা দিচ্ছেন!
প্রতীকী চিত্র আনন্দবাজার-এর সৌজন্যে

স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। কিন্তু এখনও তিনি আসেন। শুধু তাই নয়, এসে তার স্ত্রীকে সঙ্গমে বাধা দেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, বাস্তবে নয়, বরং সবটাই হয় স্বপ্নে। অর্থাৎ স্বপ্নে ওই তরুণী অন্য কারও সঙ্গে সঙ্গমে বাধা দেন তারই মৃত স্বামী। 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার স্বামী বছর খানেক আগে মারা গিয়েছেন। আমরা একে অপরকে খুব ভালবাসতাম। স্বামীর মৃত্যুর পরে প্রথম কয়েক মাস অন্য কারও সঙ্গে আমি সম্পর্কে জড়ায়নি। তবে সম্প্রতি আমার মনে হয়েছে জীবনকে আরও একটা সুযোগ দেয়া উচিত। কিন্তু সেটা করতে গিয়েই হয়েছে সমস্যা।’

তরুণী জানিয়েছেন, তিনি স্বপ্নে তার মৃত স্বামীকে দেখতে পান। তাও আবার এমন সময় যখন তিনি স্বপ্নেই অন্য কারও সঙ্গে সঙ্গমে ব্যস্ত। তরুণী বলেন, ‘কোনও সুপুরুষের সঙ্গে পরিচয় হলে, সময় কাটালে রাতে স্বপ্নে অনেক সময় তাকে দেখতে পাই। স্বপ্নের মধ্যেই আমরা সঙ্গম করি। কিন্তু ঠিক তখনই আমি দেখতে পাই আমার স্বামী পাশে দাঁড়িয়ে। তিনি আমাদের দেখছেন। তখনই আমার স্বপ্ন ভেঙে যায়। নিজের প্রতি ঘৃণা হয়। দিনের পর দিন এই ঘটনা আমরা সঙ্গে ঘটছে।’

সম্প্রতি মনোবিদের সঙ্গেও দেখা করেছেন তরুণী। তিনি জানিয়েছেন, তার স্বামীর চিতাভস্ম এখনও তার কাছে রয়েছে। গত বছর করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে চিতাভস্ম ভাসিয়ে দিতে পারেননি তিনি। মনোবিদ তাকে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব চিতাভস্ম ভাসিয়ে দিতে। সেই সঙ্গে মৃত স্বামীর কথা বেশি না ভেবে অন্য কাজে তাকে মন দেয়ারও পরামর্শ দিয়েছেন মনোবিদ। আনন্দবাজার।

জাগরণ/এমএ