আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলায় নিহত ৪

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১০:৫৫ এএম আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলায় নিহত ৪
কাবুলে বন্দুকধারীদের হামলাস্থলে আফগান নিরাপত্তা বাহিনী ● এপি

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে অন্তত চারজন বন্দুকধারী নিহত হয়েছে।

রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় আফগানিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে এ হামলা চালানো হয়। যদিও সেসময় বাড়িতে ছিলেন না বিসমিল্লাহ খান মোহাম্মদি।

হামলার পর ওই বাড়িতে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় আইন-শৃঙ্খলাবাহিনী।

ঘটনার পর এক টুইট বার্তায় মোহাম্মদি বলেছেন, ‘চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘তালেবান জঙ্গিগোষ্ঠীর হামলা’ বলে মন্তব্য করেছে।

আফগানিস্তানের বাহিনীর সাথে যখন তালেবানের তুমুল লড়াই চলছে। তারই মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হলো।

মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানাকজাই ঘোষণা করেন, অভিযান শেষ হয়েছে।

সব হামলাকারী নিহত হয়েছে।একটি বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মহল্লায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।

এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি।

জাগরণ/এসএসকে/এমএ