একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দ্বিগুণ মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৪৮ এএম একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দ্বিগুণ মৃত্যু
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

একদিন আগে ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দেশটিতে মৃত্যু হয়েছিল ৯১৬ জনেরর। কিন্তু শেষ ২৪ ঘণ্টার তা বেড়ে ১৭০০ জন ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৫৭ হাজার ৭৫৯ জনের। আগের দিন ৭ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন।

গত পাঁচদিনের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত ৩ সেপ্টেম্বর দেশটিতে মৃত্যু ছিল ১ হাজার ৫৯৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৪৯০ জন। তিন দিনের ব্যবধানে ৬ সেপ্টেম্বর মৃত্যু এবং শনাক্ত কমে হয়েছিল ৬১৫ যা আগের তুলনায় অর্ধেক এবং শনাক্ত কমে ১ লাখ ২৪ হাজার।

দেশটিতে করোনার ভয়াবহতা কমতে শুরু করেছে ভাবলেও ঠিক একদিন পরে ৮ সেপ্টেম্বর মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ জন। যেখানে ২ সেপ্টেম্বর ছিল মৃত্যু ১ হাজার ৭৫৫ জন।

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন করোনায় আক্রান্ত এবং ছয় লাখ ৭১ হাজার ১৮৩ জন মারা গেছেন। ওয়ার্ল্ডোমিটার। 

জাগরণ/এসএসকে