ক্ষমতার ভাগাভাগি নিয়ে তালেবানের মধ্যে দ্বন্ধ

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:৩৯ এএম ক্ষমতার ভাগাভাগি নিয়ে তালেবানের মধ্যে দ্বন্ধ
সাম্প্রতিক ছবি

তালেবানের অন্তবর্তী সরকার গঠনের সপ্তাহখানেক পার হয়নি; তবে এরই মধ্যে গণমাধ্যমে আসতে শুরু করেছে দলটির অন্তঃকোন্দলে জড়িয়ে পড়ার খবর।

নতুন সরকারের পদ-পদবী আর তালেবানের জয়ে কার ভূমিকা বেশি তা নিয়েই দ্বন্দ্বের শুরু। এ নিয়ে প্রেসিডেন্ট প্যালেসে হাক্কানি নেটওয়ার্কের এক প্রভাবশালী নেতার সাথে তর্কে জড়ান উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার।

যদিও এমন প্রতিবেদন অস্বীকার করেছে গোষ্ঠিটি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অভ্যন্তরীণ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ৎকথা বলেন, তালেবানের বিদেশ নীতি নিয়ে।

আমির খান মুত্তাকি বলেন, ‘আলোচনার ভিত্তিতে সবদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তালেবান। এ মুহূর্তে বিদেশি সহায়তা প্রয়োজন। কারও সাথে সংঘাত চাই না। তবে কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।’

জাগরণ/এসএসকে