ফেসবুক সম্পর্কে যা বললেন সদ্য নোবেলজয়ী মারিয়া রেসা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১২:২৬ এএম ফেসবুক সম্পর্কে যা বললেন সদ্য নোবেলজয়ী মারিয়া রেসা
নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা

ঘৃণা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক ব্যর্থ হয়েছে দাবি করে শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমটি গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। 

শনিবার (৯ অক্টোবর) নোবেল জয়ের পর বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মারিয়া রেসা বলেন, বিশ্বে সংবাদের সবচেয়ে বড়ো সরবরাহকারী ফেসবুক। প্রতিষ্ঠানটির অ্যালগরিদম ভুয়া তথ্য ও ঘৃণা ছড়ানো ঠেকানোকে অগ্রাধিকার দিতে সফল হয়নি। এমনকি তথ্যপ্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করে ফেসবুক।

ফেসবুক গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ তৈরি করছে, এমন মন্তব্য করে মারিয়া রেসা বলেন, আপনার কাছে যদি তথ্য না থাকে, তবে আপনি প্রকৃত সত্য জানতে ও বিশ্বাস স্থাপন করতে পারবেন না। আর এসবের অভাব গণতন্ত্রকে দুর্বল করে তোলে।

মারিয়া রেসার এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফিলিপাইনে ফেসবুকের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তিনি সাড়া দেননি।

জাগরণ/এমএ