ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিষ গ্রেফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:২৯ এএম ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিষ গ্রেফতার
সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশে লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর গ্রেফতার করা হলো দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে।

শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আশিষের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডের পর প্রথম থেকেই আশিসকে গ্রেফতারের দাবি তোলে বিরোধীরা। পরে সব মহল থেকেই তাকে গ্রেফতারের দাবি উঠতে থাকে। পরে শনিবার রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয় আশিষকে।

গত রোববার (৩ অক্টোবর) লখিমপুর খেরিতে গাড়িচাপায় চার কৃষককে হত্যার ঘটনা ঘটে। আশিষ মিশ্র গাড়িচাপায় কৃষকদের হত্যা করেন বলে অভিযোগ ওঠে। তবে তিনি ও তার বাবা এই অভিযোগ অস্বীকার করেন। 

লখিমপুর খেরির ঘটনা তদন্তে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন ভারতের সুপ্রিম কোর্ট। এ মামলা নিয়ে শুনানির দ্বিতীয় দিনে শুক্রবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা প্রবল অসন্তোষ প্রকাশ করে বলেন, শুধু বড় বড় কথাই শোনা গেছে। কাজের কাজ কিছুই হয়নি। স্বাভাবিক মামলায় পুলিশ যেভাবে কাজ করে, এ ক্ষেত্রেও যেন তেমনই হয়। নইলে দশেরার পর আদালত খুললে ব্যবস্থা নেয়া হবে।

ভারতের সুপ্রিম কোর্টের এমন তোপের পরই উত্তর প্রদেশ পুলিশ আশিষকে গ্রেফতার করে।

জাগরণ/এসএসকে