মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছেন বিদেশি শ্রমিকরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:০২ এএম মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছেন বিদেশি শ্রমিকরা
ফাইল ফটো

বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত জানাল দেশটি।

সরকারের মহামারি টাস্কফোর্স বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

মালয়েশিয়ার প্রধান শিল্পখাত পাম তেল উৎপাদনের বাগানগলোতে গাছ লাগানোর কাজ এবং রাবার গ্লাভস তৈরির কারখানাগুলো বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বহু শ্রমিক এসব শিল্পে কাজ করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি থাকেন। তাদের কাছ থেকে ২০১৯-২০ অর্থবছরে ১২৩ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে।  

গত বছরের শুরুতে করোনাভাইরাস মহামারি শুরু হলে প্রবাসে থাকা অনেক শ্রমিকের মতো মালয়েশিয়া থেকেও ফিরে আসেন অনেক বাংলাদেশি। কিন্তু মালয়েশিয়া সরকার বিদেশিদের ফেরার পথ বন্ধ রাখায় তারা বিপাকে পড়েন। 

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য, একটি পদ্ধতির বিষয়ে আজ  সম্মতি দিয়েছে ‘স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট’। রয়টার্স।

জাগরণ/এমএ