২০ বছর ধরে জ্বর হয় না মমতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১২:৫৭ এএম ২০ বছর ধরে জ্বর হয় না মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ● ফাইল ফটো

তীব্র ঠাণ্ডার সমস্যায় ভুগছেন ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সম্প্রতি দুর্গাপূজা চলার সময় বৃষ্টিতে ভিজে পূজামণ্ডপ উদ্বোধন করায় ঠাণ্ডা লেগেছে তার।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সচরাচর জ্বর হয় না আমার। গত ২০ বছরে আমাকে জ্বরে ভুগতে হয় নি।’

রোববার (২৪ অক্টোবর) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এবার দুর্গাপূজায় ৪৬০টি মণ্ডপ উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে ১৫০ থেকে ২০০ পূজামণ্ডপ উদ্বোধনের সময় তাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আর তাতেই ঠাণ্ডা লেগে যায় তার।

মমতা  বলেন, ২০ বছর আমার কোনও জ্বর হয়নি। কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। তাই আমার যখন ঠাণ্ডা লাগে, তখন একটু বেশিই লাগে। এখন গলা ভাঙা।

জানা গেছে, এদিন বিজয়া সম্মিলনীতে যোগ দিতে শিলিগুড়ি যান মুখ্যমন্ত্রী। এবার দুর্গাপূজা চলাকালে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়ার সময় মমতাকে কাশতে দেখা যায়। এখনো গলা পুরোপুরি ঠিক হয়নি। তবে পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।

জাগরণ/এসএসকে