পাকিস্তানে মাসব্যাপী পাক সরকারবিরোধী বিক্ষোভ

বিশ্ব ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০১:৩২ এএম পাকিস্তানে মাসব্যাপী পাক সরকারবিরোধী বিক্ষোভ
ফাইল ফটো।

পাকিস্তানের বন্দরনগরী গোয়াদরে প্রায় এক মাসব্যাপী বিক্ষোভ করছে সাধারণ জনগণ। অবশেষে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকটি বিষয় নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জনগণের চলমান বিক্ষোভের বিষয়টি আমলে নিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, রবিবার (১২ ডিসেম্বর) ইমরান খান এক টুইট বার্তায় বলেন, আমি গোয়াদরের মেহনতি জেলেদের ন্যায্য দাবির প্রতি লক্ষ্য রেখেছি। ট্রলার দিয়ে বেআইনিভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেওয়া হবে।


গত কয়েক সপ্তাহ থেকে, হাজার হাজার মানুষ ‘‘গোয়াদার কো হক দো’’ আন্দোলনের সমর্থনে বন্দর শহর গোয়াদরের প্রধান রাস্তায় মিছিল করেছে। গত শুক্রবার বন্দর নগরীতে নারী ও শিশুসহ এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

ডন আরও জানায়, অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে তারা "ট্রলার মাফিয়া" এর অবসান চেয়ে মিছিল বের করে। 
 

এসকেএইচ//