প্রাচীর টপকে পালাল পান্ডা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:৫০ এএম প্রাচীর টপকে পালাল পান্ডা
সংগৃহীত ছবি

একটি বিশালাকার পান্ডা চীনের বেজিংয়ের চিড়িয়াখানার এনক্লোজারের প্রাচীর টপকাচ্ছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্থানীয় সংবাদসংস্থার দাবি, ঘটনার দিন চিড়িয়াখানায় বহু দর্শনার্থী উপস্থিত ছিলেন। হঠাৎ ৬ বছর বয়সী মেঙ্গলান নামের ওই পান্ডা প্রাচীর টপকানো দেখতে পান দর্শনার্থীরা।

গত বুধবার ঘটা ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ সময় উপস্থিত দর্শকদের কর্তৃপক্ষের পক্ষ থেকে পান্ডার থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়।

তবুও প্রাচীরের একেবারে সামনে দাঁড়িয়ে পান্ডার টপকানোর ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করতে শুরু করেন কেউ কেউ। এ সময় প্রায় ৬ ফুট উঁচু প্রাচীর টপকে বেরিয়ে যায় পান্ডাটি।

অবশেষে খাবারের প্রলোভন দেখিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্যরা তাকে ফের খাঁচায় ফেরায়।

পরে চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবুতে জানান হয়, অতীতে মেঙ্গলান কখনই দর্শক দেখেনি। মানুষের আওয়াজ বা উপস্থিতির কোনও অভিজ্ঞতাই এতদিন তার ছিল না। দর্শকের চিৎকার শুনেই সম্ভবত খাঁচা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। পরে চিড়িয়াখানার কর্মী বুদ্ধি করে তাকে খাঁচায় ফেরায় খাবারের লোভ দেখিয়ে। 

জাগরণ/এসএসকে