বাইডেনকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০১:১০ এএম বাইডেনকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করার পর এ আমন্ত্রণ জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান শেষে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে তাঁকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু উল্লেখ করেননি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে