অভূত শব্দ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৭:২৩ পিএম অভূত শব্দ

ভাগ্যিস! মন ভাঙার শব্দ পাওয়া যায় না
না হলে এত হাইড্রোলিক হর্নের শব্দ ছাপিয়ে যেত সেই শব্দ।
কেউ কারও সাথে কথা বলতো না, বলেও লাভ হতো না;
কেউ শুনতেই পেত না। চারিদিকে এমন তীব্র ভাঙার শব্দ
তা ছাড়িয়ে আর কিছুই কেউ অনুভব করতো না।

রোজ কত শত-শত, লাখ-লাখ মন ভাঙে,
এত শব্দ এই পৃথিবী রাখতো কোথায়?
হয়তো, তাহলে বহু আগেই ভূমিকম্পের চেয়েও
প্রবল ঝাকুনিতে পৃথিবী ভেঙে যেত।
অনেক বিকট শব্দ করে!

ভাগ্যিস! মন ভাঙার শব্দ পাওয়া যায় না।