বৈশাখী টিভির মালিকানা ডেসটিনিরই

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৩:০৮ পিএম বৈশাখী টিভির মালিকানা ডেসটিনিরই

 

বেসরকারি টেলিভিশন বৈশাখীর মালিকানা নিয়ে এর সাবেক পরিচালক এমএনএইচ বুলুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ  আবেদনটি খারিজ করে। যার ফলে টেলিভিশনটির মালিকানা ডেসটিনি-২০০০ লিমিটেডের কাছেই থাকল। আদালত থেকে বের হবার পর আইনজীবী মইনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

ডেসটিনির পক্ষে আদালতে  ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, তার সঙ্গে ছিলেন মইনুল ইসলাম।

২০০৮ সালে বৈশাখী টিভির শেয়ার কিনে ডেসটিনি-২০০০ লিমিটেড। এরপর টিভির সাবেক পরিচালক এমএনএইচ বুলু তার শেয়ারও বিক্রি ও হস্তান্তর করেন ডেসটিনির কাছে। কিন্তু এরপর একপর্যায়ে তিনি হাইকোর্টে কোম্পানি আইনে পৃথক দুটি মামলা করেন।

মামলায় তিনি দাবি করেন, আইনত তার শেয়ার হস্তান্তর হয়নি। তাই মালিকানায় তারও অধিকার রয়েছে। ওই দুটি মামলায় হাইকোর্ট এমএনএইচ বুলুর পক্ষে রায় দেয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় ডেসটিনির পক্ষে।  

ওই রায়ের বিরুদ্ধে বুলুর রিভিউ আবেদন করার পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে আজ তা নিষ্পত্তি করেন আপিল বেঞ্চ।

এমএ/টিএফ