বিআরটিএ পরিচালককে হাইকোর্ট

অফিসে বসে বসে শুধু কি চা খেলে হবে?

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০১:০৯ পিএম অফিসে বসে বসে শুধু কি চা খেলে হবে?

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালককে উদ্দেশ করে আদালত বলেন, অফিসে বসে বসে শুধু কি চা খেলে হবে? দেশপ্রেম থাকতে হবে। বিআরটিএ কি করে? আমরা কেন ডাকবো, তাদের (বিআরটিএ) ডাকতে হবে কেন? বিদেশিরা পারছে, আমরা পারছি না কেন? আমরা সোনার বাংলা গড়তে চাই। কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করছি না?

ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন গাড়িচালকদের বিষয়ে বিআরটিএ সঠিক তথ্য দিতে না পারায় এভাবেই উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট।

সোমবার (২৪ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে।  

বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানীকে তথ্য দেয়ার জন্য তলব করেছিল হাইকোর্ট। সে অনুসারে আজ বিআরটিএর এই পরিচালক আদালতে হাজির হন। কিন্তু তিনি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি।

এর পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি কি দেশের সড়কে বেহাল দশার জন্য। সিঙ্গাপুরের দিকে তাকান। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করার পরও তারা কত উন্নতি করেছে। সিঙ্গাপুরে কি বাংলাদেশের মতো দুর্ঘটনা ঘটে? বাংলাদেশে কেন এত দুর্ঘটনা ঘটছে? আমেরিকায় কি দুর্ঘটনা ঘটছে? ইংল্যান্ডে কি দুর্ঘটনা ঘটছে?

আদালত আরও বলে, বিআরটিএ ছাড়াও দেশে পুলিশ আছে, পুলিশের নাকের ডগার ওপর দিয়ে এসব অনিয়ম হচ্ছে।

এরপর ২৩ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। 

এমএ/টিএফ