পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ১২:২৩ পিএম পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট

‘আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।’ সাম্প্রতিক পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে করা এক রিট শুনানিতে আজ রোববার (১৭ নভেম্বর) এই মন্তব্য করেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

এমএ/ এফসি

আরও সংবাদ