‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৫:০৬ পিএম ‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। এতে ৭২ ঘণ্টার মধ্যে এ চলচ্চত্রের প্রদর্শনী বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম  ডাকযোগে এ নোটিশ পাঠান। 

নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর স্ত্রী হজরত আয়শা (রা.) সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে। এছাড়া চলচ্চিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। এসব বিষয় মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উসকানির পথ বেছে নিয়েছেন।

তথ্যসচিব ও আইনসচিব, চলচ্চিত্রটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু এবং চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্তকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে চলচ্চিত্রটির সেন্সর বোর্ডের অনুমোদন বাতিল, প্রদর্শনী বন্ধ, এ সংশ্লিষ্ট বই বাজার থেকে প্রত্যাহার এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এমএ/একেএস