অর্থ আত্মসাতের অভিযোগে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের কারাদণ্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৮:১৫ পিএম অর্থ আত্মসাতের অভিযোগে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের মামলায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুকুমার রায় ও নাফিসা ট্রেডার্সের মালিক নুর আলম হক প্রামাণিককে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলায় দুজনকে আদালত এ সাজা প্রদান করেছে।  

আজ বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের জুলাইতে ক্ষমতার অপব্যবহার ও পরস্পরের যোগসাজশে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদক মামলাটি দায়ের করেছিল।

রায়ে ব্রাক ব্যাংক কর্মকর্তা সুকুমারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬৯ লাখ ২২৮৪ টাকা জরিমানা এবং নুর  আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ ৪১ হাজার ৩৭০ টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের পেশকার ফোরকার মিয়া জানান, রায় ঘোষণার সময় নাফিসা ট্রেডার্সের মালিক নুর আলম আদালতে হাজির ছিলেন। পলাতক থাকায় সুকুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

এইচএম/ এমএইচবি