সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনি বাধা নেই

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৩:৪৯ পিএম সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনি বাধা নেই
ইভিএম মেশিন

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে আদালত।

আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের এই আদেশের ফলে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে আইনি বাধা নেই।

রোববার (২৬ জানুয়ারি)বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী  ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস সাদিক। ইসি র পক্ষে ছিলেন মো. ইয়াসিন।

গত ২২ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আইনজীবী বলেন, ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাশ হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছি।

এমএ/বিএস