রাজউকের সাবেক হিসাবরক্ষকের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ১০:৩৯ এএম রাজউকের সাবেক হিসাবরক্ষকের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের সাবেক হিসাবরক্ষকের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

রোববার (২৬ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করা হয়। মামলায় শিরিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ ২২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে জানা গেছে, অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১ কোটি ২০ লাখ ২২ হাজার ৪৬৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে তা নিজ ভোগ দখলে রাখেন শিরিন আক্তার। ১৯৯৭ সাল থেকে ২০১৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত আর্থিক অনিয়মের এ ঘটনাটি ঘটে।

এইচএম/একেএস