মশা নিয়ে ঢাকার দুই সিটির ওপর ক্ষুব্ধ হাইকোর্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০২:১৬ পিএম মশা নিয়ে ঢাকার দুই সিটির ওপর ক্ষুব্ধ হাইকোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশনের মশা নিধনে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ নির্দেশ দেন।
এ সময় মশা নিধনে ঢাকার দুই সিটি করোপোরেশনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত।

আদালত দুই সিটি করপোরেশনকে বায়ুদূষণ রোধেও পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ প্রশাসনের গৃহীত পদক্ষেপ নিয়েও অসন্তোষ জানান আদালত।

এ বিষয়ে দুই সিটি করপোরেশনের রিপোর্ট আদালতে আসার পরেই নির্দেশ দেয়া হয়। এই অবস্থায় যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে মানুষের দাঁড়ানোর আর কোনও জায়গা থাকবে না বলে মন্তব্য করেন আদালত।

ফলমূলে বিষাক্ত কেমিক্যাল মেশানো বন্ধে সবগুলো বন্দরে ল্যাব স্থাপনের কথা বলেছিলেন হাইকোর্ট।

কিছু বন্দরে ল্যাব চালু করা হলেও ৯টি শুল্কবন্দরে কোনও ব্যবস্থা না থাকায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

এসএমএম