কোভিড মোকাবিলায় লকডাউনই সমাধান

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০৮:১৯ পিএম কোভিড মোকাবিলায় লকডাউনই সমাধান
সুপ্রিম কোর্ট

কোভিড-১৯ মোকাবেলায় লকডাউনই একমাত্র সমাধান বলে জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ কথা জানান।

এক রিটের সম্পূরক আবেদনের নিষ্পত্তি করে পর্যবেক্ষণে এ কথা জানান আদালত।

রিটে আইইডিসিআর এর বাইরে আরও কয়েকটি হাসপাতালে কোভিড ভাইরাস পরীক্ষার নির্দেশনা চাওয়া হলেও এ বিষয়ে কোনও আদেশ দেননি হাইকোর্ট।

আদালত বলেছেন, কোভিড মোকাবেলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান হওয়া সত্ত্বেও তারা কীভাবে কোভিড মোকাবেলায় করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন হাইকোর্ট।

পরে আদালত ওষুধ আবিষ্কার না হলেও বিশ্বের অনেক দেশ লকডাউনের মাধ্যমে কোভিড সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে কোভিডে প্রতিরোধে গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে বলেও আশা প্রকাশ করেন হাইকোর্ট।

এসএমএম