নিক্সন চৌধুরীর ভাগ্য নির্ধারণ আজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ০৯:০৪ এএম নিক্সন চৌধুরীর ভাগ্য নির্ধারণ আজ

নির্বাচন কমিশনের (ইসি) মামলায় হাইকোর্টে করা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত রোববার (১৮ অক্টোবর) নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জামিন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করা হয়।

আদালতে এদিন নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

এর আগে গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন ।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম  ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

জাগরণ/এমআর