জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলা

সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্রিল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৭:৫০ পিএম সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্রিল

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি (এনআইডি) মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখেলের জন্য দিন ধার্য ছিল।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ নতুন এ তারিখ ধার্য করেন।

প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে দ্বিতীয় এনআইডি করায় গত বছরের ৩০ আগস্ট বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।